মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার দম্পতি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বামী চে কিয়ং এবং স্ত্রী ইয়াং সুক। তাদের বসবাস ওয়াশিংটনে। তাদের বিচ্ছেদ হওয়ার পরই স্বামী চে স্ত্রীর প্রতি ভীষণ ক্ষিপ্ত ছিলেন। এর জের হিসেবে স্ত্রীকে কুপিয়ে জ্যান্ত মাটিচাপা দিয়েছিলেন স্বামী। এমন অবস্থায় বাঁচার কোনো আশাই থাকে না।
তারপরও অদ্ভুত ভাবে বেঁচে যান ইয়াং। মাটি ভেদ করে ইয়াং (৪২) নিজেই উঠে এলেন উপরে। কোরিয়ান দম্পতির কাহিনি ওয়াশিংটনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কী ভাবে মাটিতে চাপা দেওয়ার পরও বেঁচে ফিরলেন মহিলা? এ নিয়ে চর্চা চলছেই।
সংবাদমাধ্যম সূত্রে দাবি, গত ১৬ অক্টোবর, ওয়াশিংটনের বাড়ি থেকে ইয়াংকে অপহরণ করা হয়। অভিযোগ, সাবেক স্বামী কিয়ং হঠাৎ করেই ফাঁকা বাড়িতে হাজির। তারপর ইয়াংকে ধরেবেঁধে তুলে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, বিচ্ছেদের পর থেকে ওয়াশিংটনের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতেন ইয়াং। ওই দিন সন্তানরা বাড়িতে ছিল না। সেই সুযোগকে কাজে লাগান সাবেক স্বামী।
পুলিশ এবং গোয়েন্দাদের ইয়াং জানিয়েছেন, তার স্বামী তাকে খুন করার চেষ্টা করছিলেন। বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটি জঙ্গলে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক স্থানে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় এরপর ওই জঙ্গলেই মাটি খুঁড়ে জীবন্ত অবস্থাতেই তাকে গর্তে ফেলে দেন। তার শরীরের উপর চাপা দিয়ে দেন মাটি।
চে ঘটনাস্থল থেকে চলে গেলেও মাটির নিচে তখনও তার স্ত্রীর দেহে প্রাণ ছিল। হুঁশও খোয়াননি ইয়াং। নিজেই নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করেন। ইয়াং জানিয়েছেন, মাটির নিচে ক্রমাগত নাক নাড়াচাড়া করছিলেন তিনি। সমস্ত শক্তি দিয়ে নিশ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। নাকের মাধ্যমেই মাটি একটু একটু করে সরিয়ে দিয়েছিলেন তিনি।
বেশ কিছুক্ষণের চেষ্টায় মাটি ভেদ করে মাথা তুলতে পারেন ইয়াং। কোনও রকমে উঠে আসেন উপরে। মাঝরাতে হাজির হন এক প্রতিবেশীর বাড়ি। প্রতিবেশীকে ঘটনা জানানোর পরই ডাকা হয় পুলিশ। আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সূত্র : এনবিসি নিউজ, দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।