Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানে ভয়ানক ঝাঁকুনি, মেঝেয় হুমড়ি খেয়ে আহত ১২ যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার সময় তুমুল টার্বুলেন্স। মাদ্রিদ থেকে বুয়েনস আয়ার্সগামী ফ্লাইটে তীব্র টার্বুলেন্সে আহত হন প্রায় ১২ জন যাত্রী। ১৮ অক্টোবর অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস-এর ফ্লাইট আর১১৩৩-এর ঘটনা। মাদ্রিদ থেকে ইজিজা বিমানবন্দরে যাচ্ছিল এই বিমানটি। ঘটনার দিন রাত ৮টার দিকে যাত্রা শুরু করেছিল এই বিমানটি। যাত্রীদের একাংশের অভিযোগ, তুমুল টার্বুলেন্সের সময়েও তাদের সেফটি বেল্ট লাগানোর বিষয়ে সতর্ক করা হয়নি। আসলে তার সময়ই পাননি বিমানসেবিকারা। হঠাৎ শুরু হওয়া ভয়ানক টার্বুলেন্সে সবাই ছিটকে যান। বিমানের মেঝেয় লুটিয়ে পড়েন বিমানসেবিকারাও। এক যাত্রী বলেন, বিমানটি হঠাৎ তীব্র বেগে নামতে শুরু করে। তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে উপর দিকে উঠে যায়। এর ফলে যাত্রীরা জড়তার প্রভাবে প্রথমে হাওয়ায় ভেসে ওঠেন। এরপর তীব্র বেগে বিমানের মেঝে, সিটে আছড়ে পড়েন। বিমানে প্রায় ২৭১ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। অনেক যাত্রীরই হাত-পায়ে তীব্র আঘাত লাগে। অনেকে বিমানের মেঝেয় মুখ থুবড়ে পড়েন। আঘাতের তীব্রতায় নাক ফেটে যায় কারও কারও। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক সুশ্রষার পর আহতদের ছেড়ে দেয়া হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস। সিএনএন।



 

Show all comments
  • Jakir Hossain ২৪ অক্টোবর, ২০২২, ৯:১০ এএম says : 0
    বিমানে ঝাকুনি কি ভাবে স্বম্ভব
    Total Reply(0) Reply
  • Mahi Islam Shami ২৪ অক্টোবর, ২০২২, ৯:১১ এএম says : 0
    ও‌দি‌কে কোনও এক দ্বী‌পে আটকা আছে দাজ্জাল মহাশয়
    Total Reply(0) Reply
  • Md Ramzan Ali Sheikh ২৪ অক্টোবর, ২০২২, ৯:১০ এএম says : 0
    সিটবেল্ট না পরলে এমনই হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ