Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের নারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র জাপান জার্মানিতেও বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এখনও চলছে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার সেই প্রতিবাদের সুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, জার্মানির বার্লিন এবং জাপানের টোকিওতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার এসব বিক্ষোভ-সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। জার্মানির পুলিশ বলছে, ইরানের নারীদের বিক্ষোভের সমর্থনে বার্লিনের রাস্তায় নামেন প্রায় আশি হাজার মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ইরানি বংশোদ্ভূত। এ ছাড়া অন্যরাও অংশ নিয়েছেন এতে। জার্মানির রাজধানীতে শনিবারের এই বিক্ষোভ সমাবেশ ইরানি প্রবাসীদের অনুষ্ঠিত এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভের সময় নারী, জীবন, স্বাধীনতা ও ইরানের জন্য ন্যায়বিচার নিয়ে সেøাগান দেন অংশগ্রহণকারীরা। ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। নৈতিকতাবিষয়ক পুলিশের একটি দল সম্প্রতি মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ছয় সপ্তাহের বেশি সময় ধরে ইরানে চলছে আন্দোলন। শনিবার একই প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রাস্তায় নামেন হাজারো মানুষ। তাদের দাবির মধ্যে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ডের বিরুদ্ধে আরও পশ্চিমা নিষেধাজ্ঞার দাবিও তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, ওয়াশিংটনে বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। ব্লুমবার্গ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ