Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশে রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অর্থ বছরের হিসেবে মেক্সিকো সীমান্ত হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। গত সেপ্টেম্বরে ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া থেকে অভিবাসন বৃদ্ধির ফলে এই রেকর্ড হয়েছে বলে জানায় দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। বছরের শেষে অন্প্রুবেশ বাড়ার পেছনে কিছু দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার অবনতি। একই সময়ে চাঙ্গা হয়ে উঠেছে মার্কিন অর্থনীতি। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেনের শাসনামলকে অভিবাসনবান্ধব ভাবছে সীমান্ত পাড়ি দেয়া ব্যক্তিরা। অবৈধ প্রবেশকালে যুক্তরাষ্ট্র সীমান্তে গত সেপ্টেম্বরে অভিবাসন ইচ্ছুকদের ২ লাখ ২৭ হাজার ৫৪৭ বার থামানো হয়েছিল। যা আগস্টের ২ লাখ ৪ হাজার ৮৭ বার থেকে ১১ দশমিক ৫ শতাংশ বেশি। বিগত বছরের সেপ্টেম্বরে ছিল ১ লাখ ৯২ হাজার ১ বার। অর্থাৎ বছরের তফাতে ১৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরে অভিবাসীদের ২৩ লাখ ৮০ হাজার বার থামানো হয়েছিল, যা আগের বছরের ১৭ লাখ ৩০ হাজার বার থেকে ৩৭ শতাংশ বেশি। আগস্টে প্রথমবারের মতো বার্ষিক মোট ২০ লাখ ছাড়িয়েছে এবং ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সময়ের সর্বোচ্চ সংখ্যার দ্বিগুণেরও বেশি। সেপ্টেম্বরে ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া থেকে আসা ৭৮ হাজার অভিবাসীকে থামানো হয়েছিল। যা মেক্সিকো ও উত্তর-মধ্য আমেরিকার তিনটি দেশের সর্বোচ্চ ৫৮ হাজার অভিবাসী প্রবাহের তুলনায় বেশি। পরিসংখ্যান চিত্রে এমন রদবদলে যুক্তরাষ্ট্রের বিশেষ আইন ‘টাইটেল ৪২’ উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এ জনস্বাস্থ্য সংক্রান্ত আইন কভিড-১৯ বিস্তাররোধে আন্তর্জাতিক আইনের অধীনে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়ার অধিকার স্থগিত করে। উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কারণে অভিবাসন ইচ্ছুকদের ভেনিজুয়েলা, কিউবা কিংবা নিকারাগুয়াতে পাঠিয়ে দিতে পারে না যুক্তরাষ্ট্র। ফলে বেশিরভাগ ক্ষেত্রে তারা অভিবাসন মামলা লড়ার জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কারামুক্ত হয়। ২০২০ সালের মার্চে টাইটেল ৪২ প্রণীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আইনটিকে ২৪ লাখ বার প্রয়োগ করেছে। টানা দুই মাস ধরে সীমান্ত অতিক্রমে মেক্সিকোর পরেই রয়েছে ভেনিজুয়েলার অধিবাসী। সেপ্টেম্বরে ভেনিজুয়েলানদের ৩৩ হাজার ৮০৪ বার থামানো হয়েছিল, যা আগস্টের তুলনায় ৩৩ শতাংশ বেশি। এরপরই রয়েছে কিউবা ও নিকারাগুয়া। তাদের থামানোর আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাড়ে যথাক্রমে ৩৭ ও ৫৫ শতাংশ। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ