Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলের ধারায় ফিরলেন হ্যালান্ড, ব্লুজদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১১:৪০ পিএম

এবারের মৌসুমের শুরুটা হ্যালান্ডের কাছে হয়েছিল রূপকথার মত।প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে গোল করছিলেন সমান তালে।প্রিমিয়ার লিগে ত ১০ ম্যাচ খেলার আগেই করে ফেলেছিলেন তিন হ্যাট্রিক। সবাই তখন কল্পনা করছিল,মৌসুম শেষ করতে করতে কোথায় গিয়ে পৌঁছাবেন এই স্ট্রাইকার।

তবে মাঝখানে কয়েক ম্যাচে গোলমেশিন খ্যাত এই ফুটবলার ছিলেন গোলহীন।দলের সবচেয়ে বড় তারকা ফর্মটা কোন হারিয়ে ফেললেন কিনা এই গুঞ্জন ডালপালা মেলার আগেই ফের জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দিলেন হ্যালান্ড।

তার একক নৈপুণ্যেই শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলের দাপুটে জয় পোপ গার্দিওলার শিষ্যরা।আগের ম্যাচে লিভারপুলের কাছে হারের পর এই জয়েলিগ শিরোপা ধরে রাখার অভিযানে কক্ষপথে ফিরল ব্লুজরা।

২২ তম মিনিটে প্রথম গোল করা হ্যালান্ডই ৪২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দিগুণ করেন।বক্সে ঢুকে পড়া বের্নার্দো সিলভা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড।

২-০ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া ব্রাইটন ৫৩ মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান কমায় । সতীর্থের বাঁ দিক থেকে বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড।

একক নৈপুণ্যে ৭৫ মিনিটে করা ডে ব্রুইনের গোলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ব্লুজদের। বের্নার্দো সিলভার পাস ফাঁকায় পেয়ে ২৫ গজ দূর থেকে শট নেন বেলজিয়াম প্লেমেকার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে থেকে ২৬ পয়েন্ট তুলে নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি । এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ২৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ