Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধরা পড়ে বললেন-‘খাতা দেখছিলাম’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সপ্তম শ্রেণির শিক্ষার্থীর হয়ে গণিত পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়ার খারী মাধ্যমিক স্কুলে। বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সেই পরীক্ষা হয়েছে। ১৮ অক্টোবর ছিল গণিত পরীক্ষা। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। তখনই বিষয়টি নজরে আসে এক ব্যক্তির। তিনি খেয়াল করেন, সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থীর গণিতের উত্তর লিখে দিচ্ছেন শিক্ষক। ওই ব্যক্তির দাবি, এর পরই শিক্ষককে তিনি প্রশ্ন করেন, কেন উত্তর লিখে দিচ্ছেন? এই প্রশ্নে থতমত খেয়ে যান শিক্ষক। পাল্টা তিনি দাবি করেন, কোনো উত্তর লিখছিলেন না; খাতা পরীক্ষা করছিলেন। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক প্রমোদ কুমার বলেন, কোনো শিক্ষার্থী হয়তো নাম, রোল নম্বর ভুল লিখেছিল, সেটাই ঠিক করে দিচ্ছিলেন শিক্ষক। তবে স্কুলের কিছু শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক এক ছাত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গেছে জেলা শিক্ষা দপ্তরে। জেলা শিক্ষা কর্মকর্তা ধনেশ্বর প্রসাদ সিং জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে স্কুলে শিক্ষক ছাত্রের হয়ে পরীক্ষা দিচ্ছেন, সেই স্কুলের শিক্ষাব্যবস্থার হাল কী হতে পারে! এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ