Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফসল উৎপাদনে রাশিয়ার রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

খাদ্য উৎপাদনে নতুন রেকর্ড গড়লো রাশিয়া। এ বছরের আরও দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ঘোষণা দিয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়। এতে জানানো হয়, অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৮ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, সামনে আরও ফসল আসছে। কৃষি মন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ পরে নিজেও এই রেকর্ডের কথা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, নতুন যুক্ত করা অঞ্চলগুলো থেকেই অতিরিক্ত যে ফসল উত্তোলন হয়েছে, তাতেই এই রেকর্ড গড়েছে রাশিয়া। আরটি জানিয়েছে, এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এরমধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম। এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জানিয়েছেন, নতুন যুক্ত হওয়া দনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এই অঞ্চলগুলো থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন টন ফসল পাচ্ছে মস্কো। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। এরপরেই আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরেও ২০২২ সালের জুন মাস থেকে ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো। আগামি বছর মোট ৫০ মিলিয়ন টন গম রপ্তানি করার আশা করছে দেশটি। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ