Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালো তালিকাভুক্ত মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ না করায় মিয়ানমারকে কালো তালিকাভুক্ত করেছে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। শুক্রবার প্যারিসে এই ঘোষণা করেন সংস্থাটির প্রেসিডেন্ট টি রাজা কুমার। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চের কাছে নেপিদোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন জানানো হয়েছে। ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) হলো একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারের বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকে। যেসব দেশ সন্ত্রাসবাদ ও অর্থ পাচার রোধে এখনও যথাযথ পদক্ষেপ নিতে পারেনি, তারা সংস্থাটির ধূসর তালিকায় স্থান পায়। আর যেসব দেশ এসবের বিরুদ্ধে কোনো ভূমিকা নেয় না সেগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়। সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারকে সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ করার বিষয়ে বেশ কিছু শর্ত দেয়া হয়েছিল। ২০২০ সালে দেশটির সরকার শর্তগুলো পূরণে প্রতিশ্রুতিও দেয়। কিন্তু ২০২১ সালের সেপ্টেম্বরে এসে মেয়াদ পেরিয়ে গেলেও তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ