Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরমাণু আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মার্কিন সরকার দেশটির কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের কারণে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ দৈনিক ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার মাধ্যমে একটি চুক্তি করার বিষয়টি এখন সম্পূর্ণ আমেরিকার ওপর নির্ভর করছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরান সরাসরি অংশ না নিলেও পরোক্ষভাবে অংশ নিচ্ছে। ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে অচলাবস্থা তৈরি হয়।আমেরিকাকে সমঝোতাটিতে ফিরিয়ে আনার জন্য এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। উলিয়ানোভ ইজভেস্তিয়াকে আরো বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হওয়ার বিষয়টি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে। ওয়াশিংটন ওই নির্বাচনকে সামনে রেখে আলোচনা স্থগিত ঘোষণা করেছে। এই রুশ কূটনীতিক আশা প্রকাশ করেন শিগগিরই আমেরিকা ও ইরানের সম্মতিতে একটি চূড়ান্ত চুক্তি সই হতে পারে। পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা এখন আমেরিকার কোর্টে রয়েছে জানিয়ে উলিয়ানোভ বলেন, আমেরিকা সদিচ্ছা দেখালে নভেম্বরের মাঝামাঝি নাগাদ একটি চুক্তি সই হতে পারে। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ