Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তর প্রদেশে এনকাউন্টারে নিহত ১৬৬, আহত ৪৪৫৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

গত পাঁচ বছরের ভারতের উত্তর প্রদেশে পুলিশের এনকাউন্টারে ১৬৬ জন ‘কুখ্যাত অপরাধী’ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪৫৩ জন ‘অপরাধী’। শুক্রবার লখনউতে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে এক কর্মসূচি চলাকালীন এই তথ্য তুলে ধরেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগীর অভিমত, রাজ্য থেকে ‘অপরাধ ও অপরাধীদের’ বিরুদ্ধে ‘শূন্য নীতি’ নিয়েছে তার সরকার। যাতে কোনো অপরাধী রাজ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে না পারে। রাজ্যে আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে সাহসী পুলিশ কর্মীদের ভূমিকারও প্রশংসা করেন। সেই সাথে ২০১৯ সালে লোকসভা নির্বাচন, ২০২২ সালে বিধানসভা নির্বাচন এবং বছরের গোড়ার দিকে কুম্ভ মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। একটি পরিসংখ্যান দিয়ে যোগী বলেন, ২০১৭ সালের ২০ মার্চ থেকে ২০২২ সালের ১৩ অক্টোবর পর্যন্ত মোট ১৬৬ জন অপরাধী পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। ৪৪৫৩ যান দুর্বৃত্ত আহত হয়েছেন। ওই সংঘর্ষে ১৩ জন পুলিশকর্মী শহীদ হয়েছেন, ১৩৬২ পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্যাংস্টার আইনের আওতায় ৫৮ হাজার ৬৪৮ অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে শহীদ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের কল্যাণে, তাদের প্রয়োজনে সরকার সবসময় পাশে আছে, থাকবে’। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ