Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

১৬ মাসের জেল
ইনকিলাব ডেস্ক : কানাডায় এক ব্যক্তি একজন কৃষ্ণাঙ্গ মুসলিম নারী ও তার মেয়ের ওপর হামলা চালায়। জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের কারণে ওই ব্যক্তিকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার এর পাশাপাশি দুই বছরের জন্য পরীক্ষায় সাজা দেওয়া হয়েছে। ২০২০ সালের ৮ ডিসেম্বর রিচার্ড ব্র্যাডলি স্টিভেনস (৪৩) দুই জনের ওপর হামলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। হামলার সময় কৃষ্ণাঙ্গ নারী ও তার মেয়ে আলবার্টার এডমন্টনে একটি শপিং মলের বাইরে গাড়িতে বসে ছিলেন। আনাদোলু।


মধ্যপ্রদেশে নিহত ১৫
ইনকিলাব ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষ্যে ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হয়দরাবাদ থেকে উত্তপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি।


ট্রেনের ধাক্কায়
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর আগুয়াসকালিয়েন্টেস শহরে একটি জ্বালানিবাহী ট্রাককে চলন্ত ট্রেন ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, চলন্ত ট্রেন জ্বালানিবাহী ট্রাকটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। আগুয়াসকালিয়েন্টেস শহরের ফায়ার সার্ভিস প্রধান মিগুয়েল মুরিলো জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাৎক্ষণিকভাবে প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিবিসি।


সরাসরি দ্বন্দ্বে
ইনকিলাব ডেস্ক : চীনের সাথে সরাসরি দ্বন্দ্ব-সংঘাতে যেতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির নেতারা বেইজিংয়ের সাথে বিদ্যমান সম্পর্ক ভেঙে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়েও সতর্ক করেছেন। শুক্রবারের ব্রাসেলস সম্মেলনে অংশ নেওয়া ২৭ দেশের নেতারা চীনের সাথে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আধিপত্য বিস্তারকারী মনোভাব নিয়েও তারা কথা বলেন তারা। হংকং ও তাইওয়ানে চীনের আগ্রাসী মনোভাব ও মানবাধিকার লংঘন নিয়ে সতর্ক থাকলেও ইউরোপের নেতারা চীনের সাথে সরাসরি দ্বন্দ্বে যেতে চায় না। আল-জাজিরা।


জাপানের হুঁশিয়ারি
ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করাকে ‘মানবতার বিরুদ্ধে শত্রুতামূলক কাজ’ হিসেবে দেখা হবে। তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সামরিক আস্ফালনকে ‘গভীর বিরক্তিকর’ বলে বর্ণনা করেছেন। পারমাণবিক বোমা হামলার শিকার দেশটির প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ‘পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া রাশিয়ার কাজটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য।’ কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ