বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সমগ্র ডাকবাংলো ও এর আশেপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকা এখন বিএনপি নেতা কর্মীদের দখলে। দুপুর সাড়ে ১২ টার মধ্যেই সমাবেশ স্থল কানায় কানায় ভরে গেছে। তিল ধারণের জায়গা যেন নেই। সমাবেশ স্থানের উত্তরে ফেরিঘাট, পূর্বে জেলখানা ঘাট এবং দক্ষিণে শান্তিধাম মোড় পর্যন্ত নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। কেন্দ্রিয় নেতারা এখনো মঞ্চে ওঠেননি। যোহরের নামাজের পর তাদের মঞ্চে আসার কথা রয়েছে। বিভিন্ন স্থানে নানা প্রতিবন্ধকতার পরও লক্ষাধিক মানুষ জড়ো হওয়াকে নগর বিএনরি আহবায়ক শফিকুল আলম মনা বলছেন বিষয়টি খুবই স্বাভাবিক। বাধা না পেলে অন্তত ১০ লক্ষ কর্মী এখানে জড়ো হত। এ সরকার বিএনপিকে ভয় পায়। তাই বাস লঞ্চ বন্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় নেতা কর্মীদের আসতে বাধা দিয়েছে। আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দেব, এ সরকারের পতন ঘটিয়ে ছাড়ব, ইনশা আল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।