বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোড়ে মোড়ে বাধা। কোথাও বাধা দিচ্ছে পুলিশ কোথাও বাধা দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা। অনেক রাস্তায় বেরিকেড দিয়েছে কেএমপির ট্রাফিক বিভাগ। সারা শহরে যানবাহন চলছে না। এমনকি মাহেন্দ্রা, ইজিবািইকও বন্ধ। তারপরও শত বাধা উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী বিএনপির বিভাগীয় সমাবেশ স্থল ডাকবাংলো চত্বরে জড়ো হচ্ছেন। বাস ও নৌ পথে ধর্মঘট থাকায় রাতেই অধিকাংশ নেতাকর্মী খুলনা চলে এসেছেন। সকালেও নেতা কর্মীদের আসতে দেখা গেছে। ডাকবাংলো চত্বর ও আশেপাশের এলাকাগুলো এখন বিএনপি নেতা কর্মীদের দখলে রয়েছে।
দুপুর ৩ টায় জনসভা শুরু হবে। এ মুহুর্তে স্থানীয় নেতারা বক্তৃতার মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করছেন। কিছুক্ষণ পর জাসাস এর কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
আজকের বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতেই তিনি খুলনা এসে পৌঁছেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।