বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : শাকসবজী বাজার, মাছ মাংস মুরগী বাজারসহ সব বাজার বিপণী বিতান ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ রেখে প্রতিবাদ জানালো সিটি কর্পোরেশন কর্তৃক বর্ধিত হোল্ডিং ট্যাক্স, লাইসেন্স ফি, অভুতপূর্ব ভাবে আরোপিত সাইনবোর্ড ফি প্রত্যাহার ও সহনীয় পয্যায়ে ভ্যাট আরোপের দাবিতে। গতকাল নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ আধাবেলা হরতালের কর্মসূচি দিয়েছিল। আর তাতে সমর্থন জানিয়েছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন ও পেশাজীবী সংগঠনগুলো। আইনজীবীরা এতে সমর্থন দেয়ায় হরতাল চালাকালীন পর্যন্ত তারা কাজকর্ম বন্ধ রাখেন। অন্য যত হরতাল হয়েছে তাতে কোন সময় কাঁচাবাজার মাছ মুরগী মাংসের বাজার বন্ধ ছিলনা। এবারই তা ছিল ব্যতিক্রম। সকাল থেকে হরতাল আহŸানকারী সংগঠনের নেতাকর্মীরা সাহেব বাজার এলাকায় অবস্থান নেন।
আরডিএ মেের্কটের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহŸায়ক অ্যাড. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, আরডি মাকের্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ, ভাষাণী অনুসারী পরিষদের সদস্য সাইদুর রহমান সাইদ, নগর মেস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, এলিজবল ইয়ুথ ফর ইলোভিশান-এর সভাপতি গোলাম নবী, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রমুখ। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর আনন্দোলনের ঘোষণা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।