Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্য ফ্লোট ভেস্টিভ্যাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চিত্তাকর্ষক ডিজাইন, বৈচিত্র্যময় রং আর আকাশ আলোকিত করে তোলা চোখ ধাঁধাঁনো আলোর ঝলকানির এমন কাণ্ডকারখানা জাপানিদের চেয়ে ভালো আর কে-ই বা করতে পারে। উৎসবটি আসলে শুরু হয়েছিল ২০১৩ সালে, তবে জাপানে এর ইতিহাসের ধারাবাহিকতা প্রায় এক শতাব্দীকাল আগে থেকে চলে আসছে।
এসব ফ্লোটের আকার বেশ চিত্তাকর্ষক। এর জটিল নকশা জাপানি ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির প্রতিফলন। এ বিষয়ে জাপানের নোশিরোতে তেনকো নো ফুয়াজো উৎসবে একটি রেকর্ড গড়া গ্র্যান্ড ফ্লোট রয়েছে। এ কারণে বলা হয় যে, জাপান সম্ভবত এসব ফ্লোট দেখার জন্য সেরা জায়গা।
উল্লেখ্য যে, আগস্টের শুরুতে নোশিরো শহরে টেনকু নো ফুয়াজো ফেস্টিভ্যাল (আকাশে লণ্ঠন দুর্গ) অনুষ্ঠিত হয়। উৎসবটি ২০১৩ সালে আবার শুরু হলেও জাপানে এর ইতিহাস প্রায় এক শতাব্দী আগের এবং টেম্পো যুগে একটি নাগোয়া দুর্গের মতো লণ্ঠন ভাসিয়ে সারা রাত শহরে টহল দেয়। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ