Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেইজিংয়ে কোভিড রোগী বেড়ে চারগুণ, আরো কড়াকড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৮:২৬ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ে সাম্প্রতিক সপ্তাহে কোভিড সংক্রমণ বেড়েছে চারগুণ। এ পরিপ্রেক্ষিতে শূন্য-কোভিড নীতির দেশটির এ অঞ্চলে স্বাস্থ্যপরীক্ষা ও লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ আরো কঠোর হয়েছে। খবর রয়টার্স।

২ কোটি ১০ লাখ জনসংখ্যার শহরটিতে বৃহস্পতিবার সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে ১৮টি স্থানীয় সংক্রমণের ঘটনা পাওয়া গিয়েছে। সব মিলিয়ে গত ১০ দিনে এই সংখ্যা ১৯৭। এর আগের ১০ দিনের চেয়ে চারগুণ বেশি। ওই সময় ৪৯টি আক্রান্তের ঘটনা পাওয়া গিয়েছিল।

অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের এই সংখ্যা কম হলেও চীনের শূন্য-কোভিড নীতির কারণে কড়াকড়ি বাড়ানো হয়েছে।

সুপারমার্কেট ও জিমের মতো জনসমাগমের স্থানে প্রবেশের সময় পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কিছু আবাসিক এলাকায় তিনদিনের লকডাউন দেয়া হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে তা আরো বাড়তে পারে। সতর্কতা থেকে কেউ যেন বাদ না পড়ে, বিষয়টি নিশ্চিত করার কথা বলছে কর্তৃপক্ষ।

সারা বিশ্বের প্রায় সব অঞ্চল খুলে দেয়া হলেও কোভিড নীতির জন্য বেশ সমালোচনার মুখে রয়েছে চীন। বিশেষ করে দেশটির অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়েছে। এ ছাড়া ছড়িয়ে পড়েছে গণহতাশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ