মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৯৯ শিশুর মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়ায় সব ধরনের সিরাপ ও তরল ওষুধের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি গাম্বিয়ায় কাশির সিরাপের সঙ্গে ৭০ শিশু মৃত্যুর সম্পৃক্ততা পাওয়া যায়। দুই ঘটনাতেই শিশুদের দেয়া সিরাপে একই উপাদান ব্যবহৃত হয়েছে। খবর বিবিসি।
ইন্দোনেশিয়া সরকার বলছে, কিছু সিরাপে এমন সব উপাদান মিলেছে যা মারাত্মকভাবে কিডনি জটিলতা (একেআই) তৈরি করতে সক্ষম। এ সব ওষুধ ৯৯ শিশুর মৃত্যুর জন্য দায়ী। তবে ওষুধটি আমদানি করা নাকি স্থানীয়ভাবে উৎপাদিত হয়েছে তা স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ বলছে, গাম্বিয়ায় ব্যবহৃত ভারতীয় কাশির সিরাপ ইন্দোনেশিয়ায় বিক্রি হয় না।
চলতি মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাম্বিয়ায় ৭০ শিশু মৃত্যুর সঙ্গে ভারতের প্রতিষ্ঠানের চারটি কাশির সিরাপের সংযোগ পায়। এরপর এ বিষয়ে বৈশ্বিক সতর্কতা জারি করে। পরে মেডেন নামের ওই ফার্মার উৎপাদন বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন আজ বৃহস্পতিবার জানিয়েছেন, কিডনি জটিলতায় আক্রান্ত পাঁচ বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো সিরাপে ইথিলিন গ্লাইকোল ও ডাইথাইলিন গ্লাইকোলের উপস্থিতি পাওয়া গেছে। যা শিশুদের সিরাপে থাকার কথা না কিংবা থাকলেও খুবই কম পরিমাণে থাকতে পারে। একই উপাদান ভারতীয় ফার্মার সিরাপেও ছিল।
শিশু মৃত্যুর ঘটনায় কোন ব্র্যান্ডের সিরাপ জড়িত সে বিষয়ে দেশটির কর্তৃপক্ষ কিছু জানায়নি। বরং সব ধরনের সিরাপ ও তরল ওষুধ সেবনের পরামর্শ দান ও বিক্রি বন্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।