Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনকে বৈশ্বিক শৃঙ্খলার জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৭:৫৭ পিএম | আপডেট : ৯:২১ পিএম, ২০ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৪৮ পৃষ্ঠার ওই নথিতে চীনকে বৈশ্বিক শৃঙ্খলার জন্য 'প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম এশিয়ান লাইট।

প্রতিবেদনে বলা হয়েছে- এ নিরাপত্তা কৌশলে 'চীনকে পরাজিত করা এবং রাশিয়াকে সংযত করা' যুক্তরাষ্ট্রের আগামী বছরগুলোর চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র পুনরুদ্ধারেরও সংকল্পের কথা বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা কৌশলে প্রধান বিশ্ব শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে চ্যালেঞ্জ মোকাবিলায় মিত্রদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছে বাইডেন প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ