Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুসলিমরা লক্ষ্মী পূজা করে না, তারা কি ধনী না’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

ভারতের বিহার রাজ্যের এক বিধায়ক হিন্দু দেব-দেবীদের নিয়ে প্রশ্ন তুলে হৈচৈ বাধিয়ে দিয়েছেন। বুধবার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বিহারের ভাগলপুর জেলার পিরপেইন্তি আসনের বিধায়ক লালন পাসওয়ান হিন্দু বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে তার অবস্থানের পক্ষে যুক্তি দেখান। কিন্তু তার মন্তব্যে ক্ষুব্ধ লোকজন ভাগলপুরের শেরমারি বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে এবং পাসওয়ানের কুশপুত্তলিকা দাহ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাসওয়ান দীপাবলিতে দেবী লক্ষীর উপাসনা নিয়েও প্রশ্ন তুলেছেন। “শুধু দেবী লক্ষীর পূজা করেই যদি আমরা সম্পদ পেতাম তাহলে মুসলিমদের মধ্যে কোনো শত কোটিপতি ও লক্ষ কোটিপতি থাকতো না। মুসলিমরা দেবী লক্ষীর পূজা করে না, তারা কি ধনী না? “মুসলিমরা দেবী সরস্বতীর পূজা করে না। (তাই বলে) মুসলিমদের মধ্যে কি কোনো পÐিত নেই? তারা কি আইএএস অথবা আইপিএস হয় না?” প্রশ্ন করেন তিনি। বিজেপি এই নেতা বলেন, ‘আত্মা ও পরমাত্মার’ ধারণা শুধু সাধারণের বিশ্বাস মাত্র। তিনি বলেন, “আপনি যদি বিশ্বাস করেন তাহলে এটি একটি দেবী, কিন্তু যদি না করেন তাহলে এটি শুধু পাথরের একটি মূর্তি মাত্র। দেব-দেবীতে বিশ্বাস করবো কী করবো না এটি আমাদের ওপর নির্ভর করে। যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে চিন্তা করতে হবে। আপনি যদি বিশ্বাস করা বন্ধ করে দেন তাহলে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়তে থাকবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ