Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবন্দিদের কাজের সুযোগ দিলো মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক বিদেশি কারাবন্দিদের কাজের সুযোগ সৃষ্টি করতে ‘থ্রিপি’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যোগ্য বিদেশি কারাবন্দিদের কাজের জন্য পিআরপি অর্থাৎ রেসিডেন্ট রিইন্টিগ্রেশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে কারাগার এবং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোগুলোতে অতিরিক্ত ভিড় কমানোর পাশাপাশি বিদেশি বন্দিদের তাদের মূল দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। স্থানীয় সময় বুধবার নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলার নিলাইয়ের মানতিনে বিদেশি বন্দিদের প্লেসমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম (থিপি) প্রোগ্রামের ওপর একটি কর্মশালার উদ্বোধনী ভাষণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক সেরি ওয়ান আহমাদ দাহলান আবদুল আজিজ এসব কথা বলেন। তিনি বলেন, দেশটির কারাগারে প্রায় ১২ হাজার বিদেশি বন্দি রয়েছে। আমরা বিভিন্ন কারাগার পরিদর্শন করার পর কারাবান্দিদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোগুলোতে অতিরিক্ত ভিড় কমানোর জন্য এ উদ্যোগটি নিয়েছি। এরই মধ্যে কারাবন্দিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমরা চাই, এখান থেকে কারাবন্দিরা যখন ছাড়া পাবেন, তারা যেন স্বাভাবিক জীবনে তাদের দেশে ফিরে যেতে পারেন এবং নিজেদের আয়ের একটা অংশ সঙ্গে করে দেশে নিয়ে যেতে পারেন। এ ছাড়া এই আয়ের মাধ্যমে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে প্লেসমেন্ট প্রোগ্রামে না গিয়ে তারা তাদের উপার্জিত আয়ের অর্থ দিয়ে দ্রæত তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে। যেসব কারাবন্দি তাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অর্থের অভাবে দেশে যেতে পারছে না তাদের জন্য এটি অনেক সহায়ক হবে বলেও জানান তিনি। স্ট্রেইট টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ