Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবল বর্ষণে পুনরায় নিমজ্জিত বেঙ্গালুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

ভারতের বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার এ বৃষ্টিতে শহরের পূর্ব, দক্ষিণ ও কেন্দ্রীয় অংশের বেশ কয়েকটি প্রধান সড়ক প্লাবিত হয়েছে। শহরের তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত বেলান্দুরও তলিয়ে গেছে পানির নিচে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, শহরের উত্তরাঞ্চলে রাজামহল গুত্তাহল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস একটি হলুদ সতর্কতা জারি করেছে। আগামী তিন দিন দক্ষিণ ভারতের এই শহরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবারের এই বৃষ্টিপাতের পর দেখা গেছে, অনেক রাস্তা জলাবদ্ধ হয়ে গেছে। খোলা ম্যানহোলে পানি প্রবাহিত হচ্ছে। শহরের বিভিন্ন বাসা ও অফিসের পার্কিংগুলো প্লাবিত হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিস-ফেরত মানুষকে অসহায়ভাবে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল। গত মাসে ভারী বৃষ্টিপাতের কারণে বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু দুর্যোগের মুখে পড়েছিল। একটানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে গিয়েছিল। পরে বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল। শহরে তথ্যপ্রযুক্তি সংস্থা ও স্টার্ট আপগুলোর অফিস রয়েছে, তা পানিতে তলিয়ে যাওয়ার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লেগেছিল। শহরের রাস্তায় পানি জমার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন। বিলাসবহুল বাসা থেকে থেকে বাসিন্দাদের ট্রাক্টর ব্যবহার করে তাদের উদ্ধার করতে হয়েছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ