Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুনাফা কমেছে ব্যাংক অব আমেরিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের অন্য প্রধান ব্যাংকগুলোর মতো ব্যাংক অব আমেরিকার মুনাফাও কমে গিয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। মন্দার ঝুঁকিতে লোকসান মোকাবেলায় তহবিল আলাদা করায় মার্কিন বৃহৎ ব্যাংকগুলোর মুনাফা নিম্নমুখী রয়েছে। এপির খবর অনুসারে, এর আগে জেপি মরগান, মরগান স্ট্যানলি, সিটিগ্রæপ ও ওয়েলস ফার্গো গত তিন মাসের মুনাফায় বড় পতনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে এ প্রতিষ্ঠানগুলোর তুলনায় ব্যাংক অব আমেরিকার মুনাফার পতনের হার কিছুটা কম। জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ পতন হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি জানিয়েছে, সর্বশেষ প্রান্তিকে ব্যাংক অব আমেরিকা ৭০৮ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৮১ সেন্ট মুনাফা পেয়েছে। এ ফলাফল ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়েও ভালো। বিশ্লেষকরা শেয়ারপ্রতি ৭৮ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। গত বছরের এ সময়ে ব্যাংকটি ৭৬৯ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৮৬ সেন্ট মুনাফা পেয়েছিল। যখন জেপি মরগানের মুনাফা ১৭ শতাংশ কমে ৯৭৪ কোটি ডলার, ওয়েলস ফার্গোর ৩১ শতাংশ কমে ৩৫৩ কোটি, সিটিগ্রæপের ২৫ শতাংশ কমে ৩৫০ কোটি এবং মরগান স্ট্যানলির মুনাফা ৩০ শতাংশ কমে ২৪৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ