Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : পরিস্থিতি গড়াবে না ডেঞ্জার জোনে!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৪:৩৭ পিএম

সিলেট নগরীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। সময় মতো চিকিৎসা হওয়ার কারণে রোগীরা ডেঞ্জার জোনে যাচ্ছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, মৌসুমের শুরুতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার লার্ভা নিধনে কড়াকড়ি থাকলেও বলতে গেলে সেই অভিযান এখন নেই। একারণে বাড়ছে রোগী। গত বুধবার ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এ পর্যন্ত দুই মাসে সিলেটে ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, সিলেটে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতালে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) চিকিৎসাধীন আছেন ৯ জন।

চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে একদিনে গত গত বুধবার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন সিলেটে সর্বোচ্চ ৪ জন ।
সিলেটের ৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন উন্নত পর্যায়ে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন- ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সিলেটে তেমন সংখ্যক রোগী বাড়েনি। যদি রোগী বাড়ে তা হলে গ্রহণ করা হবে তাৎক্ষণিক ব্যবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ