Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাচদের হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১:৫৫ পিএম | আপডেট : ২:০৫ পিএম, ২০ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের বাঁচা-মরার লড়ায়ের ম্যাচে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে  শ্রীলঙ্কা। শ্রেয়তর রানরেট থাকায় প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে দলটি। 

 

শ্রীলঙ্কার দেয়া ১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে এ্যাডওয়ার্ডসের দল সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে পারেননি জয়ের বন্দরে ভেড়াতে, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার।

এর আগে জিলংয়ের কার্ডিনিয়া পার্কে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেটা বিনা উইকেটে পার করে মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা ।

 

তবে বিপত্তিটা বাধে পাওয়ারপ্লে শেষে। নিসাঙ্কা ফিরলেন, এরপর এরপর ধনাঞ্জয়া ডি সিলভাও যখন ফিরলেন, তখন শঙ্কাটা ফিরে ফিরে আসছিল লঙ্কান শিবিরে।

 

চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন মেন্ডিস। আসালঙ্কার বিদায়ের পর নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কা উইকেট খোয়ায়। তবে একপাশ আগলে রেখেছিলেন মেন্ডিস। তাতেই লঙ্কানদের লড়াকু পুঁজির আশা টিকে ছিল ভালোভাবেই। তবে শেষে ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন কুশল মেন্ডিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ