নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার আজ বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, জয় ছাড়া অন্য যে কোনো ফলাফলেই বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্বকাপ থেকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাচদের বিপক্ষে টস জিতেছে লঙ্কানরা। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার যুক্তি, ‘এই উইকেটটা এখনো ব্যবহার করা হয়নি। আমাদের ব্যাটাররা ভালো ফর্মে আছে।’
ওদিকে নেদারলুয়ান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও জানালেন, টস জিতলে ব্যাটই করতে চাইতেন আগে। বললেন, ‘আমরাও সম্ভবত ব্যাটিংই করতাম। তবে আগে বল করলেও অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। আমাদের বোলিং আক্রমণটা বেশ রোমাঞ্চকর। আমরা এখানে টানা তৃতীয় ম্যাচ জিততে এসেছি। আশা করি আমরা সেটা করতে পারব।’
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।