Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান্তেকে হারাল ফ্রান্স, জোতাকে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বকাপ যত কাছে আসছে, তারকা ফুটবলারদের চোট সমস্যাও যেন বড় হয়ে দেখা দিচ্ছে। আগের দিন পর্তুগাল দিয়াগো জোতাকে হারানোর খারাপ খবর শুনেছে। এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স শুনল মিডফিল্ডার এনগোলো কান্তে হারানোর সংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অস্ত্রোপচার করানোয় চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফ্রান্স ও চেলসি মিডফিল্ডার। ফলে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না তাকে।
গত আগস্টে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন কান্তে। তার চোটের অবস্থা নিয়ে এই কদিন ধরে ছিল অনিশ্চয়তা। অবশেষে চেলসি আনুষ্ঠানিক ঘোষণায় কান্তের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ক্লাবটি জানায় অস্ত্রোপচার লেগেছে কান্তের। আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য কয়েকটি গণমাধ্যমে কান্তেকে নিয়ে অনিশ্চয়তার খবর দেখা গিয়েছিল। ৩১ বছর বয়েসী এই মিডফিল্ডার ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে ছিলেন। শুধু তাই নয়, চোট শঙ্কায় আছেন ফ্রান্সের আরেক তারকা পল পগবাও। হাঁটুতে মাসখানেক আগে অস্ত্রোপচার করান তিনি। বিশ্বকাপের আগে তার সেরে উঠা নিয়েও আছে সংশয়। বিশ্বকাপে মিডফিল্ড সাজাতে তাই বাড়তি চিন্তা করতে হবে কোচ দিদিয়ের দেশমকে।
আগের দিন চোটে পড়ে আসর থেকে ছিটকে গেছেন পর্তুগাল ফরোয়ার্ড দিয়োগো জোতাও। ওয়েস্ট হামের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে জোতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার দেওয়া তথ্যমতে, চোটে পড়ে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে জোতাকে। গত রোববার লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচের সময় গোড়ালির চোটে পড়েন জোতা। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহ‚র্তে চোট নিয়ে স্ট্রেচারে করে যেভাবে মাঠ ছেড়েছিলেন, তা পর্তুগাল সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছিল। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হয়েছিল, সেটিই সত্যি হলো।
২০১৯ সালে ডাক পাওয়ার পর থেকেই পর্তুগাল দলের গুরুত্বপ‚র্ণ সদস্য হয়ে উঠেছিলেন জোতা। বিশ্বকাপেও পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের বড় ভরসা হতেন ২৫ বছর বয়সী তারকা। এই চোট সান্তোসের বিশ্বকাপ পরিকল্পনাতেও বড় ধরনের ধাক্কা দিল। বিশেষ করে দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোদের কোচকে। পর্তুগালের হয়ে ২৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন জোতা। দলের হয়ে সর্বশেষ ৫ ম্যাচের প্রতিটিতেই একাদশে ছিলেন তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ