নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার ফুটবল লিগ শেষ হয়েছে গত ১৩ অক্টোবর। লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারণ হয়ে গেলেও রানার্স আপ নির্ধারণ করা যায়নি। কারণ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং শতদল ক্লাবের পয়েন্ট হয়েছে সমান ১৮। তাই রানার্স আপ নির্ধারণী এ দুই দলের গতকাল প্লে অফ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে শতদল ক্লাবকে হারিয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে ব্রাদার্স একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে ৩৫ মিনিটের মধ্যেই তিনটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও ছিল তাদের আধিপত্য। তাদের আক্রমণের মুখে শতদল ছিল একেবারে অসহায়। আরাফাত, আশরাফ, মিনহাজ ও শফিক গোল করে। ইতিপূর্বে লিগের উদ্বোধনী ম্যাচেও ব্রাদার্সের কাছে শতদল ২-১ গোলে হেরেছিল। উল্লেখ্য, এবারের লীগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘ। গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স লীগের প্রথম চারটি ম্যাচ জয় পেয়ে পরের তিনটি ম্যাচ পরাজিত হয়ে চ্যাম্পিয়ন লড়াই থেকে ছিটকে পড়ে। শেষ দুটি ম্যাচ জয় পেয়ে চলে আসে রানার্স আপ ট্রফির লড়াইয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।