Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের জালমির কোচ স্যামি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন ড্যারেন স্যামি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবারও পেশাওয়ার জালমির প্রধান কোচের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক স্যামিকে নিয়োগ দেওয়ার কথা গতপরশু বিবৃতি দিয়ে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। তাতে গত আসরে দায়িত্বে থাকা সাবেক ইংলিশ কিপার-ব্যাটার জেমস ফস্টারের স্থলাভিষিক্ত হলেন ৩৮ বছর বয়সী স্যামি।
২০১৬ সালে পিএসএলের শুরু থেকেই পেশাওয়ারের সঙ্গে জুড়ে আছেন স্যামি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুতে খেলেছেন সহ-অধিনায়ক হিসেবে। ২০১৭ সালে শাহিদ আফ্রিদি নেতৃত্ব ছাড়ার পর তিনি অধিনায়কত্বও করেছেন। ২০২০ সালের আসরে টুর্নামেন্টের মাঝামাঝি গিয়ে পরিবর্তনের পালায় অধিনায়ক করা হয় ওয়াহাব রিয়াজকে আর স্যামিকে করা হয় কোচ। ওই বছর ও পরের বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্যামি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সবশেষ আসরে তিনি সেন্ট লুসিয়া কিংসের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে প্লে-অফে ওঠা দলটি এলিমিনেটর ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসের কাছে হেরে যায়। জ্যামাইকা পরে হয় চ্যাম্পিয়ন। পেশাওয়ার পিএসএল জিতেছিল ২০১৭ সালে। রানার্সআপ হয় তারা ২০১৮, ২০১৯ ও ২০২১ আসরে। সবশেষ আসরে এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় দলটি। পিএসএল গভর্নিং কাউন্সিলের সভার পর গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ২০২৩ আসর শুরু হবে আগামী ৯ ফেব্রæয়ারি। ফাইনাল হবে ১৯ মার্চ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ