Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের জুলুম থেকে মুক্তি চায় দেশবাসী

সিলেটে ড. আব্দুল মঈন খান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সিলেটে আগামী ২০ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ সফলে গতকাল (বুধবার) এক প্রস্তুতি সভার আয়োজন করেছে বিএনপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সভায় উপস্থিতি ছিলেন সিলেট মহানগর, বিভাগের সকল জেলা, উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দগণ।

প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষ সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যে কারণে বিএনপির প্রতিটি গণসমাবেশ পরিণত হচ্ছে জনসমুদ্রে। সরকার শত বাঁধা দিয়েও আটকে রাখতে পারছে না মানুষকে। এর একটাই কারণ দেশের মানুষ সরকারের জুলুম অত্যাচার মানে না। দেশের মানুষ সরকারের জুলুম থেকে মুক্তি চান। এই মুক্তি শুধু বিএনপির জন্য নয়, এই মুক্তি দেশের সাধারণ মানুষের জন্য। চলমান আন্দোলনে আমাদের পাঁচ কর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, সিলেটের সাথে আমার আত্মার সম্পর্ক। কর্মজীবনে সিলেটে কাজ করেছি। পূণ্যভূমি সিলেট রাজনৈতিক কারণে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করেছেন। নেত্রীর সেসব সমাবেশ জনসমুদ্রে পরিণত হত। ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বরের গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে।

বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন চিস্তি।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি. কে গৌছ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও এমপি শাম্মি আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ