Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের কম বয়সী মন্ত্রী সুইডেনে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইউরোপের দেশ সুইডেনের নতুন সরকার পরিবেশ মন্ত্রী হিসেবে একজন পরিবেশকর্মীকে নিয়োগ দিয়েছে। সম্ভবত তিনি হচ্ছেন বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সী মন্ত্রী। মন্ত্রীর নাম রোমিনা পৌরমখতারি (২৬)। তিনি সব চেয়ে কম বয়সী মন্ত্রী হিসেবে রেকর্ডও করেছেন।

এর আগে সব চেয়ে কম বয়সী মন্ত্রী হওয়ার এই রেকর্ড যিনি গড়েছিলেন তার বয়স ছিল ২৭ বছর। রোমিনা পৌরমখতারি সে দেশে লিবারাল পার্টির যুব মোর্চার মুখ। গ্রেটা থুনবার্গ তার নিজের দেশে টিনেজ পরিবেশবিদ হিসেবে প্রখ্যাত। এবার গ্রেটার পরে নাম ঘোরাঘুরি করবে রোমিনা পৌরমখতারি’রও।
রোমিনা পৌরমখতারি পরিবারসূত্রে ইরানি এবং জন্ম স্টকহমে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন রোমিনা পৌরমখতারি। তার অতীত আন্দোলন ছিল দেশের প্রশাসনের বিরুদ্ধেই।
২০২০ সালেই তিনি একটি পোস্টে লিখেছিলেন, ‘উলফ ক্রিস্টারসন উইদাউট এসডি অ্যাবসলিউটলি। উলফ ক্রিস্টারসন উইথ এসডি নো থ্যাংকস’! ‘এসডি’ হল সুইডেন ডেমোক্র্যাটস। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ