প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাস ছয়েক পর আবার একমঞ্চে দেখা গেল বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি সৃজলা গুহ এবং রোহন ভট্টাচার্যকে। রোহন-সৃজলাকে একসঙ্গে দেখতে পেয়ে বেজায় খুশি নেটিজেনরা। সেই সঙ্গে নেটপাড়ায় গুঞ্জন, তবে কি দূরত্ব মিটিয়ে অবশেষে আবার কাছাকাছি আসতে চলেছেন দুজনে? সম্প্রতি ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ৩-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘মন ফাগুন’-খ্যাত অভিনেত্রী সৃজলা গুহ। আর এই অনুষ্ঠানেই ‘ভাসান বাপি’ হয়ে শোয়ের সঞ্চালনা করছেন রোহন ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে নাচ করেন সৃজলা। তাঁর বেলি ডান্স দেখে নিজের আসন ছেড়ে উঠে হাততালি দেন শো-য়ের বিচারক দেব, রুক্মিণী এবং মনামী। এরপরেই দেখা যায় শোয়ের সঞ্চালক ‘ভাসান বাপি’র সঙ্গে হাত মেলান ‘পিহু’। রোহণ বলেন সৃজলা আমি ভাসান বাপি, ভাসান ডান্সে এমবিবিএস। ইতিমধ্যেই তাঁদের একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, একটা সময় টলিউদের চর্চিত জুটি ছিলেন রোহন-সৃজলা । তবে মাস ছয়েক আগেই সেই সম্পর্কে ইতি টানেন দুজনে। সেইসময় নিজের ইনস্টাগ্রামে রোহন লিখেছিলেন, আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দুজন দুজনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ! এই আলাদা হওয়ার কারণ হিসাবে তৃতীয় কারোর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি, সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।