মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাকে স্প্রে করার কভিড টিকার পরীক্ষা বর্তমানে ‘হতাশাজনক’ অবস্থাতে থাকলেও ভবিষ্যতে শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়াতে পারে বলেই অভিমত বিশেষজ্ঞদের। ভাইরাসের মতো একই পন্থায় শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার একটি সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে এ ধরনের ‘নেজাল স্প্রে’। এ ছাড়া সঠিকভাবে প্রয়োগে কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে আসবে অনেকটাই। গত মাসেই চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে সূচমুক্ত টিকায় অনুমোদন দিয়েছে। ওই টিকা নেবুলাইজার ডিভাইসের মাধ্যমে নাক ও মুখ দিয়ে নিতে হয়। চীনের ওই অনুমোদনের কয়েক দিন পরেই দেশীয় ভাবে তৈরি নাকের ড্রপ জাতীয় কভিডি টিকায় অনুমোদন দিয়েছে ভারত। গত সপ্তাহে অক্সফোর্ডের গবেষকরাও নাকে স্প্রে করার কভিড টিকার প্রথম ধাপের পরীক্ষার ব্যাপারে জানান। ওই টিকার ট্রায়ালের প্রধান অক্সফোর্ড ইউনিভার্সিটির স্যান্ডি ডগলাস বলেন, ‘এই গবেষণায় আমাদের প্রত্যাশানুযায়ী কাজ করেনি নাকে নেয়ার স্প্রে। এই ফলাফল চীনের সা¤প্রতিক ডেটা থেকে অনেকটাই ভিন্ন। কারণ সেটি বলছে আরো জটিল নেবুলাইজার ডিভাইসের মাধ্যমে এ ধরনের টিকা ফুসফুসের গভীরে পৌঁছে দিতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’ তিনি আরো বলেন, ব্যর্থ হওয়ার ‘একটি কারণ হতে পারে, বেশির ভাগ নাকের স্প্রেই শেষ পর্যন্ত গলাধঃকরণের মাধ্যমে পাকস্থলীতে গিয়ে ধ্বংস হয়ে যায়।’ বেলফাস্টের কুইনস ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট কনার ব্যামফোর্ড বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার ফলাফল নিয়ে নিরুৎসাহিত না হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ ঠিক কী কারণে নাকের স্প্রে প্রয়োগের পরীক্ষা ব্যর্থ হয়েছে, সে বিষয়টির অনুসন্ধান গবেষকদেরকে টিকার আরো কার্যকরী ভবিষ্যত সংস্করণ তৈরিতে সহায়তা করতে পারে। করোনা মহামারি শুরু থেকে নাকের মাধ্যমে প্রয়োগযোগ্য কার্যকর টিকা উদ্ভাবনে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কারণ এ ধরনের টিকা ইনজেকশনের মাধ্যমে টিকা প্রদানের চেয়ে বেশি সহজ। তাছাড়া করোনাভাইরাস যেহেতু নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে আক্রমণ করে, তাই নাকে প্রয়োগযোগ্য টিকার মাধ্যমে এ ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করেন বিজ্ঞানীরা। এসব সম্ভাবনার কারণেই চীন, ভারত, রাশিয়া ইতিমধ্যে নাকে প্রয়োগযোগ্য টিকার ব্যবহার শুরু করে দিয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।