মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী দিল্লির ৩৬ বছর বয়সী একজন নারী উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে অপহরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই নারী দুদিন ধরে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত পাঁচজনই নির্যাতিতার পরিচিত। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে অভিযুক্তদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। দিল্লিতে নারীদের নিয়ে কাজ করা একটি সংগঠনের প্রধান সতী মালিওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন, ভুক্তভোগী নারী খুবই গুরুতর অবস্থায় রয়েছে। তার শরীরে এখনো একটি লোহার রড থেকে গেছে। মঙ্গলবার রাতে গাজিয়াবাদ পুলিশ আশ্রম রোডের কাছ থেকে ওই নারীকে উদ্ধার করে গুরু তেজ বাহাদুর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেই তার অভিযোগ নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জন্মদিনের পার্টিতে অংশ নেয়ার পর দিল্লি ফিরছিলেন ওই নারী। বাসস্ট্যান্ড পর্যন্ত তার ভাই তাকে পৌঁছে দিয়েছে। সেখানেই তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরপর ব্যক্তিগত গাড়িতে করে আসা পাঁচজন তাকে টেনে তুলে নিয়ে যায়। পরে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। গুরু তেজ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর অবস্থা স্থিতিশীল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।