Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অপরাধ দমনে অটোরিকশা ব্যবহার করবে যুক্তরাজ্যের পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অপরাধ দমনে বিশ্বের বেশ কয়েকটি দেশের পুলিশ নিজেদের বহরে যুক্ত করেছে উচ্চগতিসম্পন্ন গাড়ি ও যানবাহন। কিন্তু এর ঠিক বিপরীত চিত্রের দেখা মিলতে যাচ্ছে যুক্তরাজ্যের ওয়েলসে। দেশটির গওয়েন্ট শহরের পুলিশ অপরাধ দমনে ব্যবহার করবে বিদ্যুৎ চালিত তিন চাকার অটোরিকশা। ওয়েলসের পুলিশ জানিয়েছে, পুলিশ অফিসাররা অটোরিকশাগুলো নিউপোর্ট এবং আবেরগাভেন্নির পার্ক, ওয়াকওয়ে এবং অন্যান্য পাবলিক প্লেসগুলোতে টহল দিতে ‘দিনে ও রাতে’ ব্যবহার করবেন। এগুলোর গতি প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটারে নির্ধারিত করে দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলেছেন, অটোরিকশাগুলো ‘নিরাপদ স্থান’ হিসেবে ব্যবহার করা হবে। মানে অনেকটা পুলিশ বক্সের মতো হবে এগুলো। যেখানে যে কেউ অপরাধের তথ্য দিতে পারবেন, সাহায্য চাইতে পারবেন এবং অপরাধ প্রতিরোধে উপদেশ দেওয়া যাবে। ওয়েন্ট পুলিশের প্রধান পরিদর্শক ড্যামিয়েন সোরে বলেছেন, এই বাহনগুলো তাদের ‘বিহাইন্ড দ্য ব্যাজ’ ইভেন্টে প্রদর্শন করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষ এগুলো দেখার সুযোগ পেয়েছিলেন। তার দাবি সবাই এগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ