Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পতনের দ্বারপ্রান্তে হাইতি আইন-শৃঙ্খলার অবনতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতিতে কার্যক্রম চালানো এনজিওগুলো বলছে, হাইতির আইন-শৃংখলার এত অবনতি হয়েছে যে দেশটি এখন পতনের দ্বারপ্রান্তে আছে। হাইতিতে কিভাবে শৃংখলা ফেরানো যাবে এ নিয়ে এখন জাতিসংঘে আলোচনা চলছে। হাইতিয়ানরা এখন অসংখ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্যাংয়ের সদস্যরা গুরুত্বপূর্ণ বন্দর ও জ্বালানি স্থাপনাগুলো অবরোধ করায় দিন দিন এসব সংকট আরও কঠিন হচ্ছে। তাছাড়া দেশটিতে এখন চলছে কঠিন খাদ্য সংকট। এর মাঝেই ছড়িয়ে পরেছে কলেরা। অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রায়ই নারী ও শিশুদের লক্ষ্য করে যৌন নির্যাতন চালাচ্ছে। আভসি ফাউন্ডেশন নামের একটি এনজিওর কর্মকর্তা ফিয়ামেত্তা কাপেল্লিনি বর্তমান সংকট নিয়ে বলেছেন, ২০ বছর হাইতিতে কাজ করার অভিজ্ঞতায় আমরা এমন কিছু কখনো দেখিনি। সব জায়গায় দাঙ্গা-হাঙ্গামা, সবার জীবনে দাঙ্গা-হাঙ্গামা প্রভাব ফেলেছে। সবচেয়ে অসহায় মানুষরা এখন বেঁচে থাকার জন্য লড়াই করছেন। কারণ তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না। জাতিসংঘের বাইরে সেনাবাহিনীর একটি আলাদা দল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সেনাবাহিনীর এ দল হাইতির গ্যাংদের নির্ম‚ল করবে। বর্তমানে গ্যাং সদস্যরা হাইতির রাজধানী পোর্ট-এইউ-প্রিন্সের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে। ২০২১ সালে হত্যার শিকার হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। তিনি মারা যাওয়ার পর হাইতির পরিস্থিতির অবনতি হতে থাকে। জাতিসংঘ জানায়, সাধারণ মানুষকে বসে আনতে সন্ত্রাসী দলের সদস্যরা ভয়ানক সব কার্যক্রম করে যাচ্ছে। জাতিসংঘ তাদের রিপোর্টে জানিয়েছে, বাবা-মায়ের সামনে তরুণী মেয়েদের কয়েক ঘণ্টা গণধর্ষণ করার ঘটনার খোঁজও পেয়েছেন তারা। ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা। দ্য গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ