Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৩:১৯ পিএম | আপডেট : ৫:৫৪ পিএম, ১৯ অক্টোবর, ২০২২

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বুধবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ব্রিসবেনে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হল বাংলাদেশ।


ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে বড় হারের ক্ষত নিয়েই বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে সাকিব আল হাসানরা। আগামী ২৪ অক্টোবর টিম টাইগার্সের প্রথম ম্যাচ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ