Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যামফার ঝড়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১:৩৬ পিএম | আপডেট : ৫:৫৪ পিএম, ১৯ অক্টোবর, ২০২২

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়তে থাকা স্কটল্যান্ডকে মাটিতে নামিয়ে আনল আয়ারল্যান্ড। বুধবার হোবার্টে দুই প্রতিবেশীর লড়াইয়ে স্কটল্যান্ডকে সহজেই হারিয়েছে আয়ারল্যান্ড। তাতে জমে উঠল গ্রুপ বি-র লড়াই।

হোবার্টে গ্রুপ বি-র লড়াইয়ে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাইকেল জোন্সের ৮৬ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। 

জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় বগলদাবা করে আয়ারল্যান্ড। ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আইরিশদের জয়ের নায়ক ক্যামফার।

 এই জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল আয়ারল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ