Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১০:২০ এএম


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্কটল্যান্ড। সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন।

অবশ্য সুপার টুয়েলভের লড়াইয়ে আয়ারল্যান্ডের চেয়ে স্কটল্যান্ড বেশ এগিয়ে আছে। ফলে দুদলের জন্যই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১০ বার লড়েছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড। তাতে আয়ারল্যান্ডের ৭ বারের বিপরীতে স্কটিশরা জিতেছে ৩ বার। প্রতিবেশী দেশ দুটির সর্বশেষ লড়াইয়েও স্কটল্যান্ডকে এক রানে হারিয়েছিল আইরিশরা।

তবে পরিসংখ্যান যতোই আয়ারল্যান্ডের পক্ষে থাকুক বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে স্কটিশরা। দুইদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।

স্কটল্যান্ড একাদশ: রিচি বেরিংটন (অধিনায়ক), জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস, ক্যালাম ম্যাকলয়েড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ