Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার টুয়েলভের সুবাস পাচ্ছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রæপের খেলা জমে উঠেছে। গ্রæপে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে নামিবিয়া নয়, সুপার টুয়েলভের সুবাস পাচ্ছে ডাচরাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল আফ্রিকার দেশ নামিবিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারেনি তারা। তবে ডাচদের বিপক্ষে লড়াই করেই হেরেছে আফ্রিকার দলটি। গতকাল অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভের পথ মসৃণ করলো নেদারল্যান্ডস। এটা ডাচদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়েছিল তারা। নেদারল্যান্ডসের কাছে হারলেও ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে নামিবিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৩২ রানে দ্বিতীয় ব্যাটারকে হারায় নামিবিয়া। এরপর দলের হাল ধরেন লঙ্কান ম্যাচের জয়ের নায়ক ইয়ান ফ্রাইলিঙ্ক। চতুর্থ উইকেটে স্টিভেন বার্ডের সঙ্গে ৩৬ বলে ৩১ ও পঞ্চম উইকেটে অধিনায়ক জেরার্ড এরাসমাসের সঙ্গে ৪২ বলে ৪১ রান তুলেন ফ্রাইলিঙ্ক। বার্ড ১৯ ও এরাসমাস ১৬ রান করে আউট হলে এ ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ফ্রাইলিঙ্ক। তার ৪৮ বলের ইনিংসে ১টি করে চার ও ছয়ের মার ছিল। ফ্রাইলিঙ্কের মারমূখি ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ পায় নামিবিয়া। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ১৮ রানে পান ২টি উইকেট।
জয়ের জন্য লক্ষ্যটা তেমন বড় নয়। ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ও’দাউদ ও বিক্রম সিং। ৫০ বল খেলে ৫৯ রান তুলেন তারা। এই জুটিতে ৩১ বলে ৩৯ রান আসার পরই থামেন বিক্রম। তার ইনিংসে ৩টি চার ও ২ ছক্কার মার ছিল। দ্বিতীয় উইকেটে বাস ডি লিডেকে নিয়ে ৩৩ বলে ৩৩ রান তুলে নেদারল্যান্ডসের জয়ের পথ সহজ করেন ম্যাক্স ও’দাউদ। দলীয় ৯২ রানে আউট হন ও’দাউদ। তিনি ১টি করে চার ও ছক্কায় ৩৫ বলে করেন ৩৫ রান।
ইনিংসের ১৬তম ওভারে ৬ রানে ২ ও পরের ওভারে উইকেট মেডেন হলে চাপে পড়ে ডাচরা। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে জয়ের জন্য ২০ রান দরকার পরে তাদের। ১৮তম ওভারে ৬ ও ১৯তম ওভারে ৮ রানে উঠে। শেষ ওভারে ৬ রানের প্রয়োজনে প্রথম বলেই চার মারেন লিডে। আর তৃতীয় বলে ২ রান নিয়ে নেদারল্যান্ডসকে জয় এনে দেন লিডে। ৩০ বলে ২ চারের মারে শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থাকেন লিডে। তার সঙ্গে ৯ বলে ৮ রান তুলে অপরাজিত থাকেন টিম প্রিংলে। নামিবিয়ার জেজে স্মিথ ২৪ রানে ২ উইকেট নেন। বল হাতে ২ উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ে অপরাজিত থেকে ইনিংস শেষ করার সুবাদে ম্যাচ সেরা হন বাস ডি লিডে।
এই জয়ে দুই ম্যাচের দু’টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নামিবিয়া। এদিন ‘এ’ গ্রæপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৭৯ রানের বড় ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখলো। জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে টস হেরে লঙ্কানরা প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫২ রান তুলতে নির্ধারিত ওভার শেষ করে। জবাবে ১৭.১ ওভারে ৭৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। ফলে বড় জয় পায় শ্রীলঙ্কা। দুই ম্যাচে একটি করে জয় ও হারে নামিবিয়ার সমান ২ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় তালিকার তৃতীয় স্থানে জায়গা পেল শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে যেতে হলে শেষ ম্যাচে ডাচদের বড় ব্যবধানে হারাতেই হবে লঙ্কানদের। এক্ষেত্রে নামিবিয়াকে হারতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামীকাল গ্রæপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস, আমিরাতের মুখোমুখি হবে নামিবিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ