Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীতে আসছেন আরো তিন বিদেশি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঘরোয়া নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে আরো তিন বিদেশি আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডে। আগের মৌসুমে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো এবারো আছেন দলে। থাকছেন কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ^কাপে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেসও। বাকি তিনটি বিদেশি কোটার জন্য ভালো ফুটবলার খুঁজছে ঢাকা আবাহনী। কলিনন্দ্রেসকে রেখে আক্রমণভাগে এখন অন্য ব্রাজিলিয়ানদেরও খুঁজছে তারা। জানা গেছে, নম্বর নাইন হিসাবে আবাহনী কর্তাদের মনে ধরেছে আরেক ব্রাজিলিয়ানকে। ইরান বা অন্য কোনো দেশ থেকে আসছেন এক ডিফেন্ডার। আর আফ্রিকা থেকে আসতে পারেন আরো এক স্ট্রাইকার। যদিও এখনি এই তিন বিদেশির নাম জানাতে অনিচ্ছুক আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। গতকাল তিনি বলেন, ‘এখনি নাম বলা যাবে না। আমরা আগের চেয়ে আরও ভালো ও শক্তিশালী দল গড়তে যাচ্ছি এবার। স্থানীয়দের পাশাপাশি ভালোমানের বিদেশি খেলোয়াড়ও আনা হচ্ছে। আশা করছি, এবারও সমর্থকদের মন জয় করতে পারবো আশা রাখি।’ ক্লাব সুত্র জানিয়েছে আগামীকাল থেকে দলের পরীক্ষিত কোচ পর্তুগালের মারিও লেমসের তত্বাবধানে নতুন মৌসুমের জন্য অনুশীলন শুরু করতে যাচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড।

 

 



 

Show all comments
  • Syed Ahmad Sharif ১৯ অক্টোবর, ২০২২, ১:০৩ পিএম says : 0
    is there any update for Mohammedan's foreign players. Want to know in details.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ