Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক এগিয়ে অন্ধকারের রানি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বর্তমানে সৌন্দর্যের সংজ্ঞা বদলে গেছে। ফর্সা, কালো, মোটা, রোগা, টিকালো নাক, টানা টানা চোখ, সব কিছুই এখন আপেক্ষিক। শুধু দৈহিক গড়নে নয়, মানসিকতা, চিন্তাধারা সবটা মিলিয়ে একজন মানুষকে সুন্দর বলা যায়। তেমনই এক সুন্দরীর সাহসিকতায় ও রূপে নেট দুনিয়া এখন তোলপাড়।

সেই সুন্দরীর নাম নায়াকিম গাতওয়েচ। দেখে মনে হবে যেন গ্রানাইট পাথরকে ভালো করে পালিশ করে একটি মানব মূর্তি গঠন করা হয়েছে। ঠিক এতটাই কৃষ্ণবর্ণের তিনি। আজও হাজার হাজার মানুষ নিজেকে সামান্য ফর্সা করার জন্য নামী-দামী নানা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করার পাশপাশি সার্জারিও করাচ্ছেন।
এসব পথে পা না বাড়িয়ে নায়াকিম নিজের গায়ে রঙকেই হাতিয়ার করে সবার মন জয় করে নিয়েছেন। তার এই আত্মবিশ্বাসকে স্যালুট জানিয়ে নাম রাখা হয়েছে ‘অন্ধকারের রানি’। সত্যিই তো দিনের আলোয় হীরাও চকচক করে। কিন্তু রাতের অন্ধকারে উজ্জ্বল ক’জন?

প্রায় ৩০ বছর বয়সী এই মডেল ভীষণই সাহসী। ২০১৭ সালে তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এক উবার ড্রাইভারের সঙ্গে কথোপকথন শেয়ার করেছিলেন। উবার ড্রাইভার তাকে বলেছিলেন, আপনাকে যদি ১০ হাজার ডলার দেওয়া হয়, আপনি কি আপনার গায়ের রঙ ফর্সা করে নেবেন? নায়াকিম গাতওয়েচ একটুও উত্তেজিত না হয়ে হাসি মুখে উত্তর দিয়েছিলেন, যে ত্বক তার কাছে সৃষ্টিকর্তার আশীর্বাদ সেই ত্বককে তিনি ফর্সা করতে যাবেনই বা কেন?
দক্ষিণ সুদানের মডেল নায়াকিম গাতওয়েচ’কে ছোট থেকেই গায়ের রঙের জন্য বিদ্রুপের শিকার হতে হয়েছে। কিন্তু এটাকে কোনওদিন নিজের দুর্বলতা হতে দেননি। উল্টো নিজেকে ভালবেসে নিজের গায়ের রঙে তিনি রঙিন। পিছনে ফেলে এসেছেন বড় বড় শেতাঙ্গ মডেলকে।
এমনকী নায়াকিম-এর আয়ের পরিমাণও ওইসব শেতাঙ্গ মডেলদের থেকে অনেক বেশি। জানা যায়, তার সম্পত্তির পরিমাণ প্রায় ৯ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৯১ কোটি ৫৭ লাখ ৬ হাজার টাকার সমান। সকলের কাছেই একটি অনুপ্রেরণা। নিজেকে ভালবাসলেই যে পৃথিবীর সব সমস্যা সহজ হয়ে যায়, তা তিনি আরও একবার প্রমাণ করে দিলেন। সূত্র : জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ