Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের জন্মস্থানে প্রত্যাখ্যাত হন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের তামিলনাড়ুতে জন্ম হলেও কর্মভূমি বলিউড। তিনি ভারতীয় সিনেমার প্রথম স্বপ্নসুন্দরী, ড্রিম গার্ল হেমা মালিনী। ১৯৬৮ সালে ‘স্বপ্নে কা সৌদাগর’ ছবিতে রাজ কাপুরের বিপরীতে তার আত্মপ্রকাশ। এই ছবির পর হেমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

‘শোলে’, ‘সীতা গীতা’, ‘নসিব’, ‘জনি মেরা নাম’, ‘সত্তে পে সত্তা’, ‘ত্রিশূল’, ‘ক্রান্তি’, ‘প্রেমনগর’- একের পর এক ছবিতে অভিনয় বলিউডের ‘মোস্ট সট-আফটার’ নায়িকা হিসেবে নিজেকে প্রতিপন্ন করেন। শুধু অভিনয়ের জন্য নয়, হেমা মালিনীর সৌন্দর্যও আলাদা করে বরাবর দর্শককে আকর্ষণ করে এসেছে।
এই হেমা মালিনী ১৯৬৪ সালে নিজের জন্মস্থান তামিলনাড়ুর একটি তামিল ছবিতে কাজ করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। অতিরিক্ত রোগা হওয়ার জন্য তাকে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু বলিউডে এসে চুটিয়ে কাজ করেন তিনি।

পরবর্তী পর্দা থেকে রাজনীতিতেও পা রাখেন নায়িকা। এই মুহূর্তে তিনি উত্তরপ্রদেশের মথুরার এমপি। কিন্তু শোনা যায়, হেমা নাকি কোনও ভাবেই রাজনীতিতে যেতে চাননি। ঘটনাচক্রে জড়িয়ে পড়েন। সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ