মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এ বারে রাজনৈতিক দলের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স)। ডেনমার্কের সিনথেটিক পার্টির মুখপাত্র ‘লিডার লার্স’ একটি এআই চ্যাটবট, যার সঙ্গে কথা বলা যায় ‘ডিসকর্ড’ নামের একটি অ্যাপের মাধ্যমে।
দলের দাবি, ডেনমার্কের প্রতিটি নাগরিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করবে এই কম্পিউটার প্রোগ্রাম। ডেনমার্কের শিল্পীদের যৌথমঞ্চ ‘কম্পিউটার লার্স’ এ বছরের মে মাসে তৈরি করে সিনথেটিক পার্টি। ডেনমার্কবাসী ‘লিডার লার্স’ এর সাথে সরাসরি কথা বলতে পারবেন ‘ডিসকর্ড’ অ্যাপের মাধ্যমে।
সিনথেটিক পার্টির দাবি, প্রতিটি নাগরিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করবে এই কম্পিউটার প্রোগ্রাম। সব নাগরিকের জন্য মাসিক ১ লাখ ডেনিশ ক্রোনার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা) ন্যূনতম আয়ের দাবি জানাচ্ছে এআই পরিচালিত এই দল। যা দেশটির বর্তমান গড় আয়ের প্রায় দ্বিগুণ।
২০২৩ এর জুনে ডেনমার্কের নির্বাচনের লড়বে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের নেতৃত্বাধীন নতুন এ দলটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।