মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। শাসক বিজেপি-শিণ্ডে জোটের থেকে বেশি আসন পেল বিরোধী জোট। সদ্যই ক্ষমতা হাতছাড়া হয়েছে। এমনকী নিজের দলের প্রতীকও ধরে রাখতে পারেননি সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই মহারাষ্ট্রেই এবার অক্সিজেন পেয়ে গেল বিরোধী জোট।
সদ্য প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে, মোট ১০৭৯টি আসনের মধ্যে বিরোধী মহাজোট পেয়েছে ৪৬৪টি আসন। সেখানে শাসক জোট পেয়েছে মাত্র ৩৫৭টি আসন। ২৫৮টি আসন জিতেছে নির্দল ও অন্যান্য ছোট দলগুলি। সার্বিকভাবে শাসক বিজেপি-একনাথ শিণ্ডে জোটের থেকে মহা বিকাশ আগাড়ি ১০৭টি আসন বেশি পেয়েছে। বিজেপির স্বস্তি একটাই যে তারা একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। দল হিসাবে একা বিজেপি পেয়েছে ২৩৫টি পঞ্চায়েত প্রধানের আসন। দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে কংগ্রেস পেয়েছে ১৩৪টি আসন। শিব সেনার উদ্ধব শিবির পেয়েছে ১১০টি আসন, এনসিপির দখলে গিয়েছে ১২৮টি এবং শিব সেনার শিণ্ডে শিবির পেয়েছে ১১৪টি আসন।
একনাথ শিণ্ডের বিদ্রোহের জেরে মহারাষ্ট্রে পটপরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু সাধারণ মানুষ সম্ভবত শিণ্ডে-বিজেপির এই আঁতাত মেনে নিতে পারেননি। অন্তত মারাঠাভূমের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সেকথাই বলছে। সব মিলিয়ে বিরোধী জোটের থেকে অনেকটাই পিছিয়ে শাসক শিবির। তাছাড়া, নিজের দলের প্রতীক হাতছাড়া হওয়ার পরও যেভাবে শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির কার্যত গোটা মহারাষ্ট্রেই ভাল ফল করেছে, সেটাও চিন্তায় রাখবে গেরুয়া শিবিরকে। যদিও বিজেপি দাবি করছে পঞ্চায়েত নির্বাচনে তুলনামূলকভাবে তারাই বেশি সফল।
উল্লেখ্য, মহারাষ্ট্রের যে জেলায় বিজেপি সবচেয়ে উদ্বেগজনক ফল করেছে সেটা হল সংঘের গড় নাগপুর। নাগপুরের পঞ্চায়েত সমিতির ১৩টি সভাপতি আসনের একটিতেও জয়লাভ করতে পারেনি তারা। কংগ্রেস দখল করে ৯টি আসন। শরদ পওয়ারের দল এনসিপি-র ঝুলিতে যায় ৩টি আসন। একটি আসনে জয়লাভ করেছে শিব সেনা। সহ-সভাপতি পদের লড়াইয়েও মাত্র তিনটি আসন দখল করেছে বিজেপি। সার্বিকভাবে মহারাষ্ট্রের পঞ্চায়েতের এই ফল চিন্তায় রাখবে বিজেপিকে। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।