Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘উনি ধর্ষকদের পাশে’, বিলকিস কাণ্ডে মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৮:৩১ পিএম

চেনা মেজাজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি জানা গিয়েছে, বিলকিস বানু গণধর্ষণ কাণ্ডে ১১ দোষীর জেলমুক্তির বিষয়ে শুধু গুজরাট সরকার নয়, অনুমোদন দেয় অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। সেই প্রসঙ্গে মোদিকে রাহুলের টুইট তোপ, “উনি ধর্ষকদের পাশে।”

‘ভারত জোড়ো’ যাত্রার মাঝেই মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী টুইট করেন, “লালকেল্লা থেকে মহিলাদের সঙ্গে থাকার কথা বলেন, কিন্তু উনি আসলে ধর্ষকদের সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও প্রকৃত উদ্দেশের মধ্যে পার্থক্য স্পষ্ট।” এরপর রাহুলের অভিযোগ, “প্রধানমন্ত্রী মহিলাদের সঙ্গে প্রতারণা করেছেন।” উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে মহিলাদের সম্মান করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনেই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় দোষী সাব্যস্ত বিলকিস বানু গণধর্ষণে জড়িত ১১ জনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেলে ‘ভাল আচরণ’ করায় তাদের শাস্তি মওকুফ করা হয়, যুক্তি দেয় গুজরাট সরকার।

এখানেই শেষ নয়। ধর্ষণ ও খুনের মামলায় ১৫ বছর সাজা খাটা ১১ জন জেল থেকে বেরনোর পরেই গেরুয়া শিবির তাদের গলায় মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেয়। যদিও স্বাধীনতা দিবসে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “কথায় এবং আচরণে আমরা যেন এমন কিছু না করি, যা মহিলাদের মর্যাদা ক্ষুন্ন করে। সব ভারতীয়র কাছে একটাই অনুরোধ… আমরা কি দৈনন্দিন জীবনে মহিলাদের প্রতি মনোভাবে পরিবর্তন আনতে পারি না?”

এদিকে আজই বিলকিস কাণ্ডের ১১ দোষীর জেলমুক্তি নিয়ে সাফাই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তার মতে, ‘যখন সরকার এবং অবগত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, তখন এর মধ্যে আইনত কোনও ভুল দেখছি না।’ কেন্দ্রীয় মন্ত্রীর মতো সবকিছু আইন মেনেই হয়েছে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ