Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৮:২৪ পিএম

ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাখণ্ড রাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, কেদারনাথের গরু চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলেও জানিয়েছে এনডিটিভি। এরপরই সেটি বিধ্বস্ত হয়। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ