Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচিত হয়েই সউদি আরবে ব্যবসা গুটিয়ে নিয়েছেন ট্রাম্প

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই সউদি আরবের সঙ্গে সম্পর্কিত তার যেসব ব্যবসা ছিল তা গুটিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে কর্পোরেট রেজিস্ট্রেশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।  প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর যাতে কোন ধরনের স্বার্থের সংঘাত না ঘটে সেজন্য নিজের ব্যবসা প্রতিাষ্ঠানগুলোতে বেশ কিছু পরিবর্তন আনছেন ট্রাম্প। কারণ প্রশ্ন ওঠেছে মার্কিন  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ট্রাম্প সাম্রাজ্য তিনি কিভাবে চালাবেন। এমন সময় সউদি আরবের সঙ্গে সম্পর্কিত ব্যবসা গুটিয়ে নেয়ার এ খবর প্রকাশিত হলো। ট্রাম্প অর্গানাইজেশনের জেনারেল কাউনসেল (আইনজীবী) অ্যালান গার্টেন এসব ব্যবসা গুটিয়ে নেয়াকে নিয়মিত ঘর পরিষ্কার করা হিসেবে চিহ্নিত করেছেন। তার দাবি, সউদি আরবে ট্রাম্পের কোন বাণিজ্য ছিল না। গার্টেন বার্তা সংস্থা এপিকে বলেন, সউদি আরবে কোন চুক্তির বিষয়ে আমি অবগত নই। আমি আরও এগিয়ে গিয়ে বলতে পারি, সউদি আরবে ট্রাম্পের কোন ব্যবসা নেই। তবে নিবন্ধকের কার্যালয়ের তথ্য অনুসারে ট্রাম্প অন্তত ৯টি কোম্পানি বন্ধের জন্য যে আবেদন করেছেন তাতে অন্তত চারটি সউদি আরবের সঙ্গে সম্পর্কিত। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের হোটেল ও রিসোর্ট ব্যবসা রয়েছে। বিশ্বের এ ব্যবসা আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ও তার কোম্পানির কর্মকর্তারা। গত বছর সউদি আরব ও মধ্যপ্রাচ্যকে সম্ভাব্য অঞ্চল হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্পের মেয়ে আইভানকা ট্রাম্প। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ