Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে এক মাস নিষিদ্ধ ক্রিকেটার মেহেদী হাসান রানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৮:০১ পিএম

দেশের আগামীর সম্ভাবনাময় পেসার হিসেবে বিসিবির রাডারে অনেকদিন ধরেই আছেন পেসার মেহেদী হাসান রানা। বিপিএলে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। দল নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জেরে তাকে এক মাস নিষিদ্ধ করেছে বিসিবি।

চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা রানাকে এক মাস নিষিদ্ধের খবর জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বোর্ড জানায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে রানার সাজা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে।


নিজের স্বীকৃত ফেসবুক পাতায় গত ১১ অক্টোবর বিতর্কিত পোস্ট করেন ২৫ পেরুনো এই পেসার। জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করে নির্বাচকদের সমালোচনা করেন তিনি। তিনি লেখেন, এক বোর্ড পরিচালক তাকে 'এ' দলে খেলার কথা বলেছিলেন। পরে ১০-১২ বার ফোন করেও সেই পরিচালককে আর পাওয়া যায়নি। পরে ওই পোস্ট নিজের দেয়াল থেকে মুছে দেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতিতে বিসিবি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিকে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন এই পেসার। বিসিবির স্থানীয় চুক্তিতে থাকা ও তালিকাভুক্ত ক্রিকেটার হিসেবে তিনি তা করতে পারেন না। নিষিদ্ধের পাশাপাশি অবিবেচনাপূর্ণ এই কাণ্ডের জন্য রানাকে সতর্কও করেছে বিসিবি। এই নিষেধাজ্ঞার ফলে চলমান জাতীয় লিগের খেলায় থাকতে পারবেন না তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ