Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডেনের তৃতীয় বৃহত্তম দলের নেতা উলফ প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অনেক জল্পনা-কল্পনার পর সুইডেনের তৃতীয় বৃহত্তম দল মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। সিদ্ধান্তটি সোমবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি হয়। মোট ৩৪৯ জন এমপির মধ্যে ১৭৬ জন উলফ ক্রিস্টারসনের পক্ষে এবং ১৭৩ জন বিপক্ষে ভোট দেন। মডারেট, ক্রিস্ট ডেমোক্র্যাট এবং লিবারেল- এই তিন দলের সমন্বয়ে সরকার গঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৭৩টি আসনের অধিকারী উগ্রবাদী সুইডেন ডেমোক্র্যাটদের প্রত্যক্ষ সমর্থন ছাড়া ক্রিস্টারসনের পক্ষে সরকার গঠন সম্ভব হতো না। নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার প্রথম অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সহজ কাজ না হলেও, কঠিন বা অসম্ভব হবে না। উগ্র ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাট দলের নেতা জিমি অ্যাকেসন বলেছেন, ভোটাররা অবশেষে সুইডেনের জন্য একটি নতুন দিকনির্দেশনার পক্ষে ভোট দিয়েছেন। নতুন সরকারের শরিক দল লিবারেলরা সুইডেন ডেমোক্র্যাটদের সমর্থিত জোটে থাকার কারণে সুইডেনের সর্বস্তর থেকে প্রচÐ নিন্দা এবং ধিক্কারের সম্মুখীন হয়। এই দলের বেশ কিছু এমপি উলফ ক্রিস্টারসনের বিরুদ্ধে ভোট দিতে চাইলেও শেষ মুহ‚র্তে তাঁকে ভোট দেন। তবে আগামী চার বছর এই জোটের বন্ধন না-ও টিকতে পারে বলে একাধিক বিশ্লেষক মত দিয়েছেন। লিবারেল পার্টির নেতা জোহান পেহরসন ভোটাভুটির আগে সংসদ ভবনে এসে কোনো কথা বলতে চাননি। তার দল ক্রিস্টারসনকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সংক্ষেপে শুধু বলেন, ‘হ্যাঁ।’ সা¤প্রতিক দিনগুলোতে মডারেট, ক্রিস্ট ডেমোক্র্যাট এবং সুইডেন ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মেলানোর জন্য পেহরসন নিজের দল থেকেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। বিরোধী জোটের বৃহৎ দল সোশ্যাল ডেমোক্র্যাটসের সংসদীয় দলনেতা লেনা হ্যালেনগ্রেন সাংবাদিকদের বলেন, চলমান অস্বস্তিকর জাতীয় নিরাপত্তাবিষয়ক পরিস্থিতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির কারণে সুইডেন নিঃসন্দেহে একটি কঠিন ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। ক্রিস্টারসনের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক ডানপন্থী নীতি অনুসরণ করতে যাচ্ছে, যা সুইডেনের সাধারণ মানুষের জীবনকে চরম অবনতির দিকে নিয়ে যাবে। বিরোধী জোটের গ্রিন পার্টির মুখপাত্র পের বোলুন্ড বলেন, নতুন সরকারের ইশতেহারে এমন কিছু নেই, যা আবহাওয়ার নেতিবাচক প্রভাব কমাতে পারবে। বামপন্থী ভেন্সতের পার্টির নেতা নুশি দাদগোস্টার সতর্ক করে দিয়ে বলেন, ডানপন্থী দলগুলো সুইডেনে ইরানের মতো এক ধরনের নৈতিক পুলিশরীতি চালু করতে চায়, যা তাঁদের চারদলীয় জোটের ইশতেহারে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘অসভ্য আচরণের’ কারণে যেকোনো অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে উলফ ক্রিস্টারসন তার সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। মধ্যাহ্নভোজের পর সুইডিশ রাজার উপস্থিতিতে রাজপ্রাসাদে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে সরকার পরিবর্তনের প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ