মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরিবেশবান্ধব শহর গড়তে এরই মধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সুপারমার্কেটগুলোয় প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধে আইন করা হয়েছিল বছর দুয়েক আগেই। এবার খুচরা দোকানগুলোও এ নিষেধাজ্ঞার মধ্যে পড়তে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দোকানগুলোয় প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ কার্যকর হবে। নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন এ আইনের আওতায়, রেস্তোরাঁ, ক্যাফে ও বারগুলোয় ডিসপোজেবল কাপ, প্লেট, কাঠের দাঁতখোঁচানি, চপস্টিক এবং প্লাস্টিকের স্ট্র জাতীয় আইটেমগুলোর ব্যবহারও নিষিদ্ধ করা হবে। এমনকি ভেজা ছাতা রাখতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করাও নিষিদ্ধ থাকবে। প্লাস্টিকের স্ট্র অনুমতি দেয়া হবে শুধু পানীয় গ্রহণের জন্য। বড় সুপারমার্কেটের মতো, খুচরা দোকানেও ক্রেতাদের জন্য পণ্য বহন করার উপযুক্ত পে-ট্র্যাশ ব্যাগ বা কাগজের ব্যাগ কেনার সুযোগ থাকবে। যদি কোনো দোকানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেখা যায়, তাহলে তাকে ৩০ লাখ কোরিয়ান ওন বা ২ হাজার ৮৬ ডলার জরিমানা গুনতে হবে। জিএস২৫ ও সিইউর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী বৃহৎ প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্লাস্টিক ব্যাগের অর্ডার দেয়া বন্ধ করেছে। এছাড়া ‘৭-ইলেভেন’ ও ‘ই-মার্ট ২৪’ প্রতিষ্ঠানগুলোও চলতি মাসের মধ্যে তা বাস্তবায়নের পথে হাঁটছে। ধারণা করা হচ্ছে, এ উদ্যোগ প্লাস্টিক বর্জ্য কমাতে ব্যাপকভাবে সাহায্য করবে। কেননা শুধু ‘জিএস২৫’ প্রতি মাসে গড়ে দুই কোটি ডিসপোজেবল প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে। খুচরা বিক্রেতারা বলছেন, বেশির ভাগ গ্রাহক দোকানে সামান্য কেনাকাটার জন্য তাদের নিজস্ব ব্যাগ নিয়ে আসাটা পছন্দ করেন না। আবার ১০০ বা ২০০ ওন দিয়ে কাগজের ব্যাগ কিনতে হলে স্বাভাবিক কেনাকাটা বাধাগ্রস্ত হবে। তারা খুচরা বিক্রেতাদের পরিবেশসংক্রান্ত এ উদ্যোগের গুরুত্ব বোঝাবেন। কোরিয়া হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।